১৩-০৪-২০২৫ খ্রি. তারিখ রোজ রবিবার সমবায় অধিদপ্তর, ঢাকা কর্তৃক বাস্তবায়িত সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পের আওতায় সংগঠিত ও নিবন্ধিত মডেল গ্রাম সমবায় সমিতি লিমিটেড, মিয়ারচর, ভেদরগঞ্জ, শরীয়তপুর এর ৬০ জন সদস্যের অংশগ্রহণে দিনব্যাপী উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কোর্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাক্তার মোঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, সখিপুর থানা, এর প্রতিনিধি। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর মহোদয় গবাদী পশু পালন পদ্ধতি, রোগ ও তার প্রতিকার এবং পশু পালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা, সখিপুর থানা, এর প্রতিনিধি পুলিশ বিভাগের সেবা ও সেবাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে আলোচ্য প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, যুগ্ম-নিবন্ধক, সমবায় অধিদপ্তর, ঢাকা মহোদয় ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন। তিনি ঋণের সঠিক ব্যবহার, নিয়মিত সঞ্চয় আমানত জমাদান, নিয়মিত ঋণের কিস্তি প্রদান ও আধুনিক প্রযুক্তি -পদ্ধতির ব্যবহার করে উৎপাদন বৃদ্বি সম্পর্কে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক আলোচনা করেন। অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস