গত ০২-১১-২০২৪ খ্রি. তারিখ রোজ শনিবার সারা দেশের ন্যয় ভেদরগঞ্জ উপজেলায়ও জাঁকজমকভাবে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপন করা হয়। দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলণ করা হয়। এর পর সমবায়ীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে । দিবসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জনাব আহমেদ সাব্বির সাজ্জাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব), ভেদরগঞ্জ, শরীয়তপুর মহোদয়ের উপস্থিত থাকা সম্ভব না হওয়ায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মোঃ নজরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ক) জনাব জি.এম. আমির হোসেন, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও রেসকিউ স্টেশন, ভেদরগঞ্জ, শরীয়তপুর, (খ) জনাবেএনামুল হক, উপজেলা কো-অর্ডিনেটর, জাইকা, (গ) জনাব মোঃ হারুনুর রশিদ, বিশিষ্ট সাংবাদিক ওউপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভার সভাপত্তি করেন জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর। পবিত্র কোরআন তেলওযাত ও গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম ষুরু করা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর। এর পরে সভায় বিশষ্টি সম বায়ীদের মধ্যে ০৫ জন সমবায়ী বক্তব্য রাখেন। বিশেষ অতিথিবৃন্দ ও প্রধান অতিথি মহোদয় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস