গত ০৪-০২-২০২৫ খ্রি. তারিখে উপজেলা সমবায় কার্যালয়, ভেদরগঞ্জ, শরীয়তপুরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনিুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন (০১) জনাব অনিন্দ্য মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর, (০২) জনাব ফাতেমা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর, (০৩) জনাব মুহাম্মদ ইফতেখারুল ইসলাম চৌধুরী, উপ-সহকারী নিবন্ধক, জেলা সমবায় কার্যালয়, শরীয়তপুর, (০৪) জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা, ভেদরগঞ্জ, শরীয়তপুর ও (০৫) জনাব মনোয়ার হোসেন দেওয়ান, সম্পাদক, জনতা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ভেদরগঞ্জ, শরীয়তপুর। অনুষ্ঠিত প্রশিক্ষণে সমবায় বিভাগীয় ও সমবায় বিভাগীয় ও সমবায় সম্পর্কিত রিসোর্স পারসনগণ সমবায় সমিতি আইন, সমবায় সমিতি বিধিমালা ও সমিতির নিবন্ধিত উপ-আইন সম্পর্কে আলোচনা করেন। এর মধ্যে সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠান, বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠান, ব্যবস্থাপানা কমিটির কার্যাবলী ও দায়িত্ব, সাধারণ সদস্যদের অধিকার ও দায়িত্ব এবং সমিতির হিসাব সংরক্ষণ ও লিপিবদ্ধকরণ ইত্যাদি উল্লেখযোগ্য। কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ শাহ আলম, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, শরীয়তপুর,। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় বাড়ির আঙ্গিনায় সবজিচাষ এবং সবজির রোগ বালাই ও তার প্রতিকার সম্পর্কে আলোচনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস